Nov 11

কৃষিবিদ যখন কৃষক

blog main photo

পড়াশোনা শেষ করে যে সময়টাতে চাকরির পেছনে ছোটার কথা ঠিক সে সময়ে কৃষক ও কৃষি কে বাঁচাতে লড়ছে এক তরুণ কৃষিবিদ। লেখাপড়া শেষ হলেই চাকরি করতে হবে চাকরি না হলে পড়ালেখা করাটা ব্যর্থ এমন ভাবনা পাল্টে দিয়েছেন তিনি, দেখিয়ে দিয়েছেন অর্জিত জ্ঞানের সঠিক ব্যবহারই শিক্ষার সফলতা। উদ্যোক্তার মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব এবং প্রমাণ করলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ইউনিয়নের গ্রামের তরুণ কৃষিবিদ শাকিল আহমেদ ।শাকিল ওই গ্রামের মোঃ আব্দুল করিমের ছেল। তিনি কৃষি ও কৃষকদের আধুনিকরণ করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন তিনি । তাকে অনুসরণ ও তার পরামর্শ নিয়ে স্থানীয় কৃষকরা আধুনিক হচ্ছেন ,অধিক লাভবান হচ্ছেন কৃষিকাজে ।শাকিল এর ধারণা দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে কৃষি কে বাঁচাতে হবে । রাষ্ট্রের অন্তিম মুহূর্তে বৈদেশিক খাদ্য রপ্তানিকারক বাধ্য হলে তখন দেশের মানুষের খাদ্যের যোগান দেবে। সেই কৃষকদের আধুনিক করতে চাকরির পেছনে না ছুটে চলছেন কৃষকদের পেছনে। বিসিএস দিয়ে কৃষি কর্মকর্তা হওয়ার স্বপ্ন নেই শাকিলের মনে। শাকিলের সপ্ন কৃষকদের জীবনকে আধুনিক করা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি বিভাগে লেখাপড়া শেষ করেন তিনি। কৃষি জমিতে সবজি ও ফলের চাষ ৮ থেকে ১০ প্রকারের ফসল চাষ করে কিভাবে কাজে লাগানো যায় তার শিখেছেন শাকিল । প্রথমে স্কোয়াশ দিয়ে চাষাবাদ শুরু করেন শাকিল। তারপর তার প্রকল্পকে ক্রমশ বৃদ্ধি করেছেন। কম্পোস্ট সার ব্যবহার করে মাছ মুরগি ও প্রাকৃতিক খাদ্য তৈরি অনলাইনে কৃষকদের পরামর্শ মাধ্যমে আধুনিক কৃষি কাজে বিশেষ ভূমিকা রাখে অল্পদিনেই প্রশংসিত হচ্ছেন এ তরুন।