Frequently Asked Questions
What is FarmNet? ( ফার্মনেটে কি? )
FarmNet is an innovative agri-fin-tech startup that works to connect small farmers, consumers, and investors to interdependence through safe farming methods using technology that ensures food security and environmental sustainability. ফার্মনেট একটি উদ্ভাবনী এগ্রি-ফিন-টেক স্টার্টআপ যা খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করে প্রযুক্তির সাহায্যে নিরাপদ এবং জৈবচাষ পদ্ধতির মাধ্যমে পারস্পারিক নির্ভরতার জন্য ক্ষুদ্র কৃষক, ভোক্তা ও বিনিয়োগকারীদের সংযুক্ত করতে কাজ করে।
What is the mission of FarmNet? (ফার্মনেটে এর মিশন কি?)
FarmNet's mission is to make farmers more productive and successful by connecting them with investors, consumers, and the latest technology. We will implement a chain of supplies of fresh consumables farmed products while ensuring food safety and environmental sustainability. কৃষকদের বিনিয়োগকারী, ভোক্তা এবং সর্বাধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করে আরও বেশী উৎপাদনশীল ও সফল করে তোলা।
Who are working behind FarmNet? (ফার্মনেটের পিছনে কারা কাজ করছেন? )
We have Experienced professors of local and foreign universities, agronomists, experienced businessmen, experienced consultants in agriculture, skilled and trained manpower involved in farmers and agricultural professions.
দেশী ও বিদেশী বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ অধ্যাপক, কৃষি বিজ্ঞানী, অভিজ্ঞ ব্যবসায়ী, কৃষি বিষয়ে অভিজ্ঞ পরামর্শক, কৃষক ও কৃষি পেশার সাথে জড়িত দক্ষ ও প্রশিক্ষিত জনবল।
How can I join FramNet? (কিভাবে ফার্মনেটে যোগদান করতে পারি? )
Membership can be availed at any time by signing up from the FarNet website (farmNet.asia). If you are an investor, You can join FarmNet by investing in our upcoming projects. If you're a farmer, you can join FarmNet by working as an employee for us or lend your land on a profit share basis.
ফার্মনেটের ওয়েব সাইট ( farmNet.asia ) থেকে সাইন আপ করে যেকোন সময় সদস্যপদ লাভ গ্রহন করা যাবে।
How FarmNet helps the farmers? (ফার্মনেট কিভাবে কৃষকদের সহযোগীতা করে? )
Assists small farmers in farming with necessary funds, information advice, seeds, fertilizers, medicines, various types of agricultural machinery, and technical assistance.
ক্ষুদ্র কৃষকদের প্রয়োজনীয় ফাণ্ড, তথ্য উপদেশ, বীজ,সার ঔষধ, বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সাহায্য দিয়ে কৃষকদের কৃষিকাজে সহযোগীতা করে।
What happens if the project fails? (প্রকল্প ব্যর্থ হলে কি হবে? )
If the project is at risk or fails, there is an opportunity to provide financial assurance to the investors through mutual consultation, giving priority to investment.
প্রকল্প ঝুঁকির মধ্যে পড়লে অথবা ব্যর্থ হলে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগকে প্রাধান্য রেখে অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করার সুযোগ রয়েছে।
How much profit/interest I will get from a project? (আমি প্রকল্প থেকে কতটুকু লাভ নিতে পারি? )
Depending on the type and duration of the project, there is an opportunity to get a 5% - 15% profit of investment in different projects and duration.
প্রকল্পের ধরন ও সময়কাল বিবেচনায় রেখে বিভিন্ন প্রকল্প ও মেয়াদভেদে বিনিয়োগের ৫% - ১৫% লভ্যাংশ পাবার সুযোগ রয়েছে।
How many projects I can buy at a time? (আমি একসাথে কতগুলো প্রকল্প ক্রয় করতে পারি? )
There's no limitation on investing in projects. Any number of projects can be purchased at the same time considering the demand and interest of the investors.
প্রকল্পভেদে চাহিদা ও বিনিয়োগকারীদের আগ্রহ বিবেচনায় একই সময়ে যেকোন সংখ্যক প্রকল্প ক্রয় করা যাবে।
Who will take care of my project? (আমার প্রকল্প কে দেখাশুনা করবে? )
The skilled and trained staff always in charge of the project supervises all the activities related to the project round the clock.
প্রকল্পে সর্বদাই দায়িত্বপ্রাপ্ত দক্ষ ও প্রশিক্ষিত কর্মী সার্বক্ষনিক প্রকল্প বিষয়ক সকল কর্মকান্ড দেখাশুনা করে।
When I will get return from my investment? / When I will get my money back? (আমার বিনিয়োগ কখন ফেরৎ পাব?/কখন আমার টাকা ফেরৎ পাব? )
You are expected to get your investment back once the harvesting process is completed.
যে প্রকল্পে বিনিয়োগ করা হবে সেই প্রকল্পের উল্লেখিত মেয়াদ পূর্তিতে বিনিয়োগকৃত অর্থ লভ্যাংশসহ ফেরৎ পাওয়া যাবে।
What happens after I invest in a farm? (আমি কোন প্রকল্পে বিনিয়োগ করার পর কি হবে?)
If you invest in any of our projects, after we receive the money receipt we will send the firm funding certificate via e-mail acknowledging receipt. Information from start to finish of the firm can be found through the dashboard at regular intervals.
আমাদের কোন প্রকল্পে বিনিয়োগ করলে মানি রিসিপ্ট পাওয়ার সাথে সাথে ফার্মনেট প্রাপ্তি স্বীকার করে ফার্ম ফান্ডিং সার্টিফিকেট ই-মেলের মাধ্যমে পাঠিয়ে দেবে। নির্দিষ্ট সময় অন্তর ড্যাশবোর্ডের মাধ্যমে ফার্মের শুরু থেকে শেষ পর্যন্ত তথ্য পাওয়া যাবে।
How I will get profit/interest? (কিভাবে আমি লাভ/মুনাফা অর্জন করতে পরি? )
You will get your profit/interest one week after the project is completely matured. After the sale of the product, the investment money will be returned with dividends.
উৎপাদিত দ্রব্য বিক্রির পর বিনিয়োগের অর্থ লভ্যাংশসহ ফেরৎ পাওয়া যাবে।
How many projects the FarmNet have? (ফার্মনেটে কতগুলো প্রকল্প রয়েছে? )
Currently, FarmNet is expanding its business. Currently, Squash, Cucumber, Capsicum, Watermelon, Rock-Melon, Vermicompost fertilizers, Black Fly soldiers, Fish, Cow fattening projects are in progress and soon various other innovative projects are in process.
বর্তমানে স্কোয়াশ, শসা, ক্যাপ্সিকাম, তরমুজ, রক-মেলন, ভার্মিকম্পোস্ট সার, ব্লাক ফ্লাই সোলজার, মাছ, গরু মোটাতাজাকরণ প্রকল্পগুলো চলমান এবং অচিরেই অন্যান্য আরও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে
Can I visit my project? (আমি কি আমার প্রকল্প পরিদর্শণ করতে পারি? )
Yes, the investor will be able to inspect the invested project at a convenient time in consultation with the project managers.
হ্যাঁ, প্রকল্প পরিচালকদের সাথে আলোচনা করে সুবিধামত দিন ধার্য করে বিনিয়োগকারী বিনিয়োগকৃত প্রকল্প পরিদর্শণ করতে পারবেন?
Can I visit FarmNet’s office? (আমি কি ফার্মনেট অফিস পরিদর্শন করতে পারি? )
Yes, you can visit Farmnet during office hours in consultation with the official authorities.
হ্যাঁ, অফিস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অফিস চলাকালীন সময়ে ফার্মনেট পরিদর্শন করতে পারবেন।
How frequently I will get information from FramNet? (আমি ফার্মনেট থেকে কত ঘন ঘন তথ্য পেতে পারি? )
Upon queries, the investor will get updates on their projects. Furthermore, they will be provided with time to time updates as well.
প্রকল্প বিষয়ক আপনার যে কোন প্রশ্নের সন্তোষজনক তথ্যাবলী আমরা সব সময়ই সরবরাহ করে থাকি।
How can I invest in a FarmNet project? (আমি ফার্মনেটে কিভাবে বিনিয়োগ করতে পারি? )
Farmnet manages a variety of projects throughout the year. You can invest in various projects of your choice at any time of the year.
ফার্মনেট বছরব্যাপি বিভিন্ন প্রকল্প পরিচালনা করে থাকে। চলমান প্রকল্পগুলো থেকে পছন্দের বিভিন্ন প্রকল্পে বছরের যে কোন সময় বিনিয়োগ করতে পারেন।